স্পনের কবিতা
জীবনটা যদি হয় কবিতার মতো
তার বৃষ্টি ভেজা শহর তুমি
আর যদি হয় গানের মতো
তাহলে তার সাজানো সুর তুমি
যদি মনে করো জীবন একটি গল্পের বইয়ের মতো
তবে তুমি তার লেখিকা
আর যদি ভাবো জীবনতো নাট্যশালা
তাহলে তুমি তার শ্রেষ্ঠ অভিনেত্রী জেনো
জীবনটা যদি হয় এক গয়নার বাক্স
তার সবথেকে মূল্যবান ভূষণ তুমি
আর যদি ভাবো জীবনতো কালো! কয়লার খণি
সেখানে লুকিয়ে থাকা হীরে তুমি
ভেবেই দেখো না জীবন একটি তুলসীমঞ্চ
তখন তুমি তার নীচে জ্বালানো এক উজ্জ্বল প্রদীপ
আর যদি মনে করো জীবনটা দেবালয়
তবে তুমি সেখান থেকে ভেসে আসা শঙ্খের ধ্বনি
জীবনটা যদি হয় রাতের গভীর অন্ধকারের মতো
ভোরের সোনালি রদ্দূর তুমি
আর যদি হয় শেষ বৃষ্টির ফোঁটার মতো
রামধনুর সাতটি রং তুমি
যদি মনে করো জীবন এক টলমল করা নৌকা
তুমি সেই নৌকার হালধরা নাবিক
আর যদি জীবন এক তাসের ঘরে হয়
তুমি তার সবচেয়ে কঠিন স্তভ হয়ো।।